Logo
Alapchari
4 days ago (E)
ইন্টারনেট হোক অশ্লীলতা মুক্ত

মীর খায়রুল আলম: কোনো সন্দেহ নেই যে ফিতনা-কালের চরম উর্বর সময়টা অতিক্রম করছি আমরা। চারপাশে হারামের এত ছড়াছড়ি, হাজার চেষ্টা করেও যেন এসব থেকে নিষ্কৃতি মেলানো সে রকম দুষ্কর, হাদিসের ভাষায় যে রকম দুষ্কর বলা হয়েছিল হাতের তালুতে আগুনের কয়লা ধরে রাখার বিষয়টাকে। ফিতনা এখন হাতের মুঠোয়, ফোন খুললেই যেন হুড়মুড় করে উদ্ভাসিত হয়ে উঠে চোখের সামনে।

ফিতনার এই বিষবাষ্প থেকে বাঁচতে আমাদের চেষ্টারও অন্ত নেই। আমরা মোবাইল কম ব্যবহার করি, হারাম কন্টেন্ট থেকে দূরে থাকি, হারাম ছড়ায় এমন ব্যক্তি থেকেও রাখি নিরাপদ দূরত্ব। কিন্তু এতসব চেষ্টা-তদবিরের পরও কি আমরা আদৌ নিরাপদ? আদৌ কি আমরা সব হারাম কন্টেন্ট আর তার নির্মাতাদের এড়িয়ে যেতে পারি?

বাকি অংশ পড়তে লিঙ্ক এ চলে যেতে পারেনঃ https://sharebiz.net/%E0%A...
Alapchari
4 days ago
আমাদের ফেসবুক পেজে অনেক গুলো কমেন্ট আসছে, অনেকে উৎসাহ দিয়েছে আবার অনেকে অনুৎসাহিতও করেছে তার মাঝে সব থেকে বেশি যেই কমেন্টটি আসছে আমরা নাকি শুরু করেই টাকা কামানোর ধান্দা শুরু করেছি, যেমন মাসে ১০০ টাকার বিনিময়ে ব্যবহারকারি ৩ টি সার্ভিস দেওয়ার কথা হয়েছে ১। ভেরিফাই ব্লু বাটন, ২। গুগল এড দেখাবেনা, ৩। লোকাল এড দেখাবেনা
এই ৩ টি সার্ভিস ছাড়া বাকি সকল সার্ভিস সকল ব্যবহারকারীদের জন্য উমুক্ত করে দেওয়া হয়েছে এটা কি কোন ধান্দার শব্দের সাথে যায় নাকি এই সাইটি এগিয়ে নিতে অনেক পরিমান ব্যয় হয় তার সহায়ক হয় আপনাদের মতামত চাচ্ছি।

ভেরিফাই সিস্টেম থাকুক

ভেরিফাই সিস্টেম দরকার নেই

আলাপচারী এগিয়ে যাও

আলাপচারী অপ করে দেওয়া হোক

56 people voted
Alapchari
5 days ago
Alapchari
8 days ago (E)
বাংলাদেশি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। আলাপচারি.কম
পশ্চিমা দুনিয়ার মতো বাংলাদেশে দারুণ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে চীনে এগুলো নিষিদ্ধ। তারা গড়ে তুলেছে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম। বাংলাদেশিদের জন্য উন্নতমানের সার্ভার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস নিয়ে আলাপচারি.কম নামে সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করা হয়েছে।